দ্য রিপোর্ট ডেস্ক: ব্রাজিলে দৈনিক মৃত্যু হাজারের নিচে নামছে না। শুক্রবার টানা চতুর্থ দিন এক হাজারের বেশি ব্রাজিলিয়ান করোনাভাইরাসে মারা গেলেন। তাতে বিশ্বে মৃত্যুর সংখ্যায় স্পেনকে টপকে পঞ্চম স্থানে উঠলো ব্রাজিল।

২৪ ঘণ্টায় ব্রাজিলে কোভিড-১৯ এ মারা গেছেন ১ হাজার ১২৪ জন। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৭৮ জন। নতুন করে এক হাজারের বেশি প্রাণহানি হওয়ায় তারা পেছনে ফেললো স্পেনকে, যেখানে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১ জনের। এই তালিকায় ব্রাজিলের উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য মতে, আরো ২৬ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড এটি। মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জনের। আক্রান্তের সংখ্যায় ব্রাজিল দ্বিতীয় স্থানে, তাদের উপরে শুধু যুক্তরাষ্ট্র।

প্রাণঘাতী ভাইরাসে ব্রাজিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাও পাওলো। সেখানে ৯৫ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৬ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০মে, ২০২০)