ক্রিকেট আবার তার আগের জৌলুস ফিরে পাবে: সৌরভ
দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের কারণে অন্যান্য খেলাধুলার মতো ক্রিকেটও বন্ধ আছে সেই মার্চ থেকে। তবে সম্প্রতি ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়াও। আর তাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে ইংল্যান্ড সফর করতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানও। অস্ট্রেলিয়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সাজাচ্ছে পরিকল্পনা।
আইসিসিও করোনা পরবর্তী ক্রিকেট ফেরাতে দিয়েছে বিভিন্ন ধরনের গাইডলাইন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিও বিশ্বাস করেন করোনা সঙ্কট কাটিয়ে ক্রিকেট ফিরবে নতুন করে। আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে। আইসিসির সঙ্গে মিলে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের জায়গা থেকে ক্রিকেটকে আগের রুপে ফেরানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান সৌরভ।
সম্প্রতি আনএকাডেমি নামের একটি শিক্ষামূলক অ্যাপ থেকে লাইভে এসে এসব কথা বলেন সৌরভ। এসময় করোনাভাইরাস নিয়ে সৌরভ বলেন, ‘করোনা আসলে পুরো পৃথিবীজুড়েই একটা ভয়ানক আতঙ্ক হয়ে আছে। তবে আমি মনে করি, সবকিছুই আবার আগের মতো হয়ে যাবে। আমাদের এখনো এটা প্রতিরোধ করার জন্য ওষুধ নেই। তবে আশা করছি, ছয়-সাত মাসের মধ্যে ভ্যাক্সিন চলে আসবে। তখন সবকিছু ঠিক হয়ে যাবে।’
করোনা সঙ্কট কাটিয়ে ক্রিকেট তার আগের রুপ ফিরে পাবে জানিয়ে সৌরভ আরও বলেন, ‘আমি বিশ্বাস করি ক্রিকেট আবার তার আগের জৌলুস ফিরে পাবে। হুম, অবশ্যই সূচিতে কিছু পরিবর্তন আসবে। তবে আশা করছি বিসিসিআই, আইসিসির সাথে যৌথভাবে কাজ করে ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যেতে পারবে।’
করোনা পরবর্তী সময়ে খেলোয়াড়দের বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে মনে করেন সৌরভ। তবে সময়ের সাথে ক্রিকেটাররা এসব থেকে মুক্ত হবে জানিয়ে সৌরভ বলেন, ‘আমি বিশ্বাস করি, ক্রিকেট আগের চেয়েও শক্তিশালী জায়গায় পৌঁছুবে। খেলোয়াড়দের জন্য করোনা পরবর্তী সময়ে বিভিন্ন টেস্ট, মেডিকেল পরীক্ষা চলতে থাকবে। তবে আমি মনে করি না এটা থেকেই যাবে, সময়ের সাথে এটা চলে যাবে।’
আরও যোগ করেন, ‘যখন ভ্যাক্সিন একবার চলে আসবে, তখন জীবন অনেক স্বাভাবিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি, করোনা তখন জন্ডিস বা জ্বরের মতো হয়ে পড়বে। তখন কেউ অসুস্থ হলে তাঁর জন্য, অন্যান্য সাধারণ রোগের মতোই করোনার ওষুধ নিয়ে যাওয়া হবে।’
(দ্য রিপোর্ট/আরজেড/৩১মে, ২০২০)