নাসিমের সফল অস্ত্রোপচার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। আগামী দুই দিন তাকে আইসিইউতে রাখা হবে।
শুক্রবার (৫ জুন) দুপুরে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বলেন, ‘ব্রেন স্ট্রোকের পর বাবার অস্ত্রোপচার সফল হয়েছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন, বাবার খোঁজখবর নিয়েছেন।
এর আগে সকালে মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।
করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত সোমবার দুপুরে মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার ফল পজিটিভ আসে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৫জুন, ২০২০)