চারুকলার বকুলতলায় নবান্ন উৎসব
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ আহ্বানের মাধ্যমে ১ অগ্রহায়ণ (১৫ নভেম্বর ২০১৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নবান্ন উৎসব-১৪২০ উদযাপিত হবে।
জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ আয়োজিত এই উৎসব সকাল ৭টায় শুরু হবে। উৎসবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-মুড়ি-মুড়কি, বাউলগান, আদিবাসী পরিবেশনা ইত্যাদি পরিবেশিত হবে। নবান্ন উৎসব শুরু হবে বাঁশির সুরে। উৎসবে সঙ্গীত, নৃত্য সংগঠন ও শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করবেন। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা। উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে।
(দিরিপোর্ট২৪/কেএম/এইচএসএম/নভেম্বর ১০, ২০১৩)