করোনায় স্কয়ার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু
![](https://bangla.thereport24.com/article_images/2020/06/07/6g.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালের প্রধান চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন।
সোমবার বিকালে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, বেশকিছু দিন হাসপাতালটির প্রধান চিকিৎসক করোনায় আক্রান্ত ছিলেন। সবশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে প্রায় ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুন, ২০২০)