দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর বেসরকারি ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন। ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে মারা গেছেন ডা. শাখাওয়াত।

দুই সপ্তাহ আগে কোভিড আক্রান্ত হন ডা. শাখাওয়াত। এরপর তিনি বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজ মারা যান তিনি।

কোভিড আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে তিনি এ হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)। সংগঠনটি জানায়, এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসক মারা গেছেন।

গত ১৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এরপর গত ৩ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান। গত ১৩ মে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডা. আবুল মোকারিম মারা যান।

১৮ মে মারা যান ডা. আজিজুর রহমান রাজু। ২২ মে মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ডা. এম এ মতিন ও ডা. কাজী দিলরুবা খানম মৃত্যুবরণ করেন। ২৬ মে মারা যান সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহমান ও গাইনি বিশেষজ্ঞ ডা. আমিনা খান। ২৭ মে মারা যান অধ্যাপক ডা. মোশাররফ হোসেন। ৩০ মে মারা যান ডা. সাইদুর রহমান। ১ জুন মারা যান যক্ষ্মারোগ বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ বাবলু, ২ জুন মারা যান প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরী, ৩ জুন মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসানুল করিম, ইব্রাহিম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন ও ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক।

৪ জুন মারা যান ফরেনসিক মেডিসিনের কিংবদন্তি অধ্যাপক ডা. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মুহিদুল হাসান। এছাড়া বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাত ১টায় মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

৬ জুন মারা যান ডা. আবুল কাশেম খান, ৭ জুন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন এবং আজ সবশেষ মারা গেলেন ডা. শাখাওয়াত হোসেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮জুন, ২০২০)