বাগদান সেরেছেন নুসরাত ফারিয়া
দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ প্রেমে পর পরিণতির দিকে এগোচ্ছেন নুসরাত ফারিয়া। সাত বছরের প্রেমের পর অবশেষে অভিনেত্রী গত মার্চে বাগদান সেরেছেন।
সোমবার ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, গত ১ মার্চ আংটি বদল করেছেন।
তবে নুসরাত ফারিয়া তার হবু বরের নাম বলেননি। তবুও জানা গেল রনি রিয়াদ রশীদের আঙ্গুলে আংটি জড়িয়েছেন নুসরাত ফারিয়া। একটি টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে আছেন তার হবু বর। রনির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা; বাবার চাকরির সুবাদে তার শৈশবের কয়েক বছর কেটেছে সৌদি আরবের রিয়াদে। মাঝে কয়েক বছর কেটেছে লন্ডনে; স্থানীয় হলিফিল্ড স্কুলে টেন গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।
বাগদানের খবর শুনে প্রযোজক আব্দুল আজিজ, অভিনয়শিল্পী মিথিলা, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিনসহ সহশিল্পীরা শুভেচ্ছা জানান নতুন জুটিকে।
রেডিও জকি ও উপস্থাপক হিসেবে ক্যারিয়ারের শুরু নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।
এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া।
নুসরাত ফারিয়ার অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’ গত ৬ মার্চ মুক্তি পায়। ইতোমধ্যে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর শিহাব শাহীনের ‘যদি...কিন্তু...তবুও’ ছবির শুটিং শুরু করেও করোনায় বন্ধ করে দিতে হয়েছিল।সিনে জগত নিয়ে আপাতত ব্যস্ততা নেই ফারিয়ার।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯জুন, ২০২০)