দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় কাতারকে ছাড়িয়ে ১৯তম অবস্থানে বাংলাদেশ। মঙ্গলবার (০৯ জুন) বিশ্বব্যাপী করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, পহেলা জুনের পর গত ২৪ ঘণ্টায় কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে বলে মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে দেশটিতে ১ হাজার ৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৭০ হাজার ১৫৮ তে পৌঁছেছে। একই সময় তিন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় দেশটিতে মৃতের মোট সংখ্যা এখন ৫৭।

এদিকে, বাংলাদেশে মঙ্গলবার করোনায় একদিনে রেকর্ড সংখ‌্যক মৃত্যু ও আক্রান্তের তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জনে। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।

তালিকায় এই মুহূর্তে ১৮তম অর্থাৎ বাংলাদেশের আগে রয়েছে চীন। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৮৩ হাজার ৪৩ জন এবং মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন আক্রান্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/১০জুন, ২০২০)