ইউনাইটেডে আগুন, হাসাপাতাল কর্তৃপক্ষের অবহেলা স্পষ্ট: ফায়ার সার্ভিস
দ্য রিপোর্ট প্রতিবেদক: ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটের আগুনের ঘটনায় হাসাপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নে তৈরি করা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার এ রিপোর্ট জমা দেওয়া হয়।
রিপোর্টে বলা হয়, হাসপাতালের করোনা ইউনিটে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা সরঞ্জাম ছিলো না। সেই সাথে আগুন লাগার পর যথেষ্ট সময় পেলও কেউ তা নিয়ন্ত্রণের চেষ্টা করেননি।
ফায়ার সার্ভিস জানায়, এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের এই রিপোর্ট ইতোমধ্যেই পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে।
প্রসঙ্গত, ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে কোভিড-১৯ ইউনিটের পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
উপ পরিচালক দেবাশীষ বর্ধনের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন ফায়ার ব্রিগেড ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল চক্রবর্তী, উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এবং বারিধারার জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ।
(দ্য রিপোর্ট/আরজেড/১১জুন, ২০২০)