দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শি প্রাথমিক শিক্ষায় ২৪ হাজার ৯৮৩ কোটি এবং মাধ্যমিকে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করেন।

বাজেট বক্তব্যের কিছু অংশ পঠিত বলে গণ্য করার জন্য স্পিকারের কাছে অনুরোধ করেন অর্থমন্ত্রী।

এছাড়া স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তব্যের বিভিন্ন অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।

আগামী অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এটা দ্বিতীয় বাজেট। ‘অর্থনৈতিক উত্তরণ ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে এবারের বাজেট বর্তমান অর্থমন্ত্রীরও দ্বিতীয় বাজেট।

(দ্য রিপোর্ট/আরজেড/১১জুন, ২০২০)