করোনায় যুক্তরাজ্যকে টপকে ৪ নম্বরে ভারত
দ্য রিপোর্ট ডেস্ক: করোনভাইরাসে আক্রান্তের দিক দিয়ে যুক্তরাজ্যকে টপকে শীর্ষ চারে চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত। দৈনিক প্রায় দশ হাজার করে করোনা শনাক্ত হচ্ছে। বৃহস্পতিবার ভারতে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১২৮ জনের এবং মৃত্যু হয়েছে ৩৯৪ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ৯৮ হাজার ২৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৮৫০১ জনের। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৯৭২ জন। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটনা যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২০ লাখ ৮৯ হাজার ৭০১ জনের এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৬ হাজার ৩৪ জন।
আক্রান্তের দিক দিয়ে দিত্বীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জনের এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮ জনের।
এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৭৫ লাখ ৯৬ হাজার ৯৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৪ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪১ হাজার ৪৯৩ জন।
(দ্য রিপোর্ট/আরজেড/১২জুন, ২০২০)