দ্য রিপোর্ট ডেস্ক: হঠাৎই বিয়ের সুসংবাদ দিলেন মোনালি ঠাকুর। চুপিসারে সংসার করছেন টানা তিন বছর! ছুটি পেলে উড়াল দিতেন সুইজারল্যান্ডে। জানাতেন তাঁর পরিবারের কেউ আছে সেখানে। ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তাই এই সংবাদ হজম করতে কষ্ট হচ্ছে ভক্তদের।

মোনালি ঠাকুরের স্বামী মাইক রিখটার সুইৎজারল্যান্ডের বাসিন্দা। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন। সুইৎজারল্যান্ডের এক হোটেল মালিক তাঁর স্বামী। বিদেশে বেড়াতে গিয়ে আলাপ দু’জনের। এক দেখাতেই প্রেমে পড়েন মাইক-মোনালি।

মোনালির ভাষ্য, 'আমাদের প্রথম আলাপ এক গাছের নীচে। দেখা-সাক্ষাৎ হত। কিন্তু পাকাপাকি তখনও কিছুই বলে ওঠা হয়নি কারও। ২০১৬-র ডিসেম্বর। জাঁকিয়ে শীতের সঙ্গে উৎসবের মরশুম। আলোয়, আনন্দে ঝলমল করছে সুইৎজারল্যান্ড। সেই সময় সেই গাছের নীচে দাঁড়িয়ে মাইক প্রোপোজ করে। আর না বলতে পারি?’’ সেই শুরু।'

এরপর থেকেই প্রিয় স্বামীর কাছে কাজের ফুরসৎ মিললেই মোনালি উড়ে যেতেন সুইৎজারল্যান্ডে।

করোনার আগে সেখানেই ছিলেন মোনালি। লকডাউন জারি হতে আটকে পড়েন গায়িকা। সেখান থেকে ইদানীং একাধিক ভিডিয়োবার্তা সোশ্যালে শেয়ার করেছেন। কিন্তু বিয়ের খবর চেপে গিয়েছেন বেমালুম!

করোনা আবহে প্রথম যখন সুইৎজারল্যান্ডে আটকে পড়ার কথা জানান ভিডিও বার্তায় বলেছিলেন, 'বছরের অর্ধেক সময় থাকেন ভারতে, বাকিটা সুইৎজারল্যান্ডে। কারণ, সেখানে তাঁর পরিবার রয়েছে।'

এখন কারণটা স্পষ্ট। তিন বছর আগে ‘যুগল’ থেকে ‘দম্পতি’ হয়েছেন তাঁরা!

তবে ঝুলি থেকে বেড়াল বেরোবার পর বিয়ের কথা আর অস্বীকার করেননি গায়িকা।

মোনালি ঠাকুর বলেন, খুব সাদামাটাভাবেই সাতপাক ঘুরেছি। সংবাদমাধ্যম, সোশ্যাল, কোথাও জানাইনি। যত নষ্টের গোড়া আঙুলের আংটি! ওটা দেখেই শুরু গুঞ্জনের।'

এই হঠাৎ খবরে সবার মানসিক বিষয়টাও তাকে ভাবাচ্ছে। মোনালি তাদের উদ্দেশ্যে বলেন, 'খবর জেনে খেপে রয়েছেন সবাই। দেশে ফিরলেই প্রচণ্ড কথা শোনাবেন আত্মীয়, বন্ধু, সহকর্মীরা।'

তাই বিয়ের অনুষ্ঠান সারার জন্য গত তিন বছরে সময় না পেলেও খুব শিগগিরই সেটিও সেরে ফেলবেন বলেও জানান মোনালি ঠাকুর।

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুন, ২০২০)