চীনকে টপকে গেল বাংলাদেশ
![](https://bangla.thereport24.com/article_images/2020/06/13/h.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার উৎসস্থল চীনকেই টপকে গেল বাংলাদেশ। বৈশ্বিক এই মহামারিটি চীন থেকেই শুরু হয়েছিল। অথচ করোনার সংক্রমণে এখন চীনের থেকেই এগিয়ে বাংলাদেশ। গত ২৪ ঘন্টার হিসেব মিলিয়ে বাংলাদেশে এখন করোনায় মোট শনাক্তের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন। আর চীনে এখন পর্যন্ত মোট শনাক্ত ৮৩ হাজার ৭৫ জন।
চীন এখন করোনা সংক্রমণ ঠেকিয়ে ফেলেছে। গত ২৪ ঘন্টায় চীনে সংক্রমিত হয়েছে মাত্র ১১ জন। আর বাংলাদেশে এখন করোনার বিস্তৃতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আক্রান্ত ২ হাজার ৮৫৬ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা শনাক্তের কথা জানায় সরকার। এরপর কঠোর লকডাউন আর সবাইকে পরীক্ষার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে এনেছে চীন। আর বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত ৮ মার্চ। বৈশ্বিক মহামারীতে বাংলাদেশ অনেক পরে যুক্ত হয়েও এদেশ শীর্ষ ২০ এ চলে গেছে। আর আজ উৎপত্তিস্থল চীনকেই ছাড়িয়ে গেল। এখনও বাংলাদেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশে আক্রন্তের সংখ্যা কোথায় গিয়ে থামবে তা এক বড় প্রশ্ন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩জুন, ২০২০)