দ্য রিপোর্ট প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ এসেছে। শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রে উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ পাওয়া যায়।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে বলেন, ‘পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনা নেগেটিভ পাওয়া গেছে। আর পরীক্ষায় তার দেহে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।’

উল্লেখ্য, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪জুন, ২০২০)