দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মুলতবি বৈঠক শুরু হয়। এরপর তার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এখন সেই শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণ করার পর সংসদের বৈঠক মুলতিব করা হবে। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।

সংসদের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো এমপি মারা গেলে তাদের সম্মানে শোক প্রস্তাব আনা হয়।

এদিকে, অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশনে অংশ নিয়েছেন মন্ত্রী-সংসদ সদস্যরা।

সংসদে উপস্থিত সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সংসদ ভবনে প্রবেশ করেতে হয়েছে। আজকের অধিবেশনে যারা তালিকাভুক্ত, শুধু তারাই যোগ দিয়েছেন।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা ও ১৪দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪জুন, ২০২০)