‘সবসময় পাশে থাকা দুজনকে একই দিনে হারালাম'
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রীকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফেরার পর পদে পদে আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি সব সময় যাদের পাশে পেয়েছি একই দিনে এমন দুজনকে হারালাম।
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এসময় ধর্মপ্রতিমন্ত্রীর শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, ‘মোহাম্মদ নাসিম ওয়ান ইলেভেনের সময় কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ওই সময় কারাবন্দি সালমান এফ রহমানের জন্য একটি অ্যাম্বুলেন্স সব সময় জেলগেটে তার পরিবারের পক্ষ থেকে রাখা থাকতো। ওই অ্যাম্বুলেন্সে করে মোহাম্মদ নাসিমকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছিল বলে তিনি সে যাত্রায় বেঁচে যান।’
দলীয় প্রধান বলেন, ‘করোনাভাইরাসে এমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করেছে যে আমাদের দলের কেউ মারা গেলে তার পরিবারের কাছে ছুটে যাবো, একটু সান্ত্বনা দেবো সেই সুযোগ পাচ্ছি না।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি সেসব এলাকাগুলোতে লকডাউন করা হবে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসে মৃত্যু আতঙ্ক সারা বিশ্বকেই পেয়ে বসেছে। সরকার সাধ্যমতো চেষ্টা করছে করোনা মোকাবিলায়। সবাইকে সচেতন হতে হবে।’
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বেগম মতিয়া চৌধুরী, মৃণাল কান্তি দাস, ডা. হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ।
(দ্য রিপোর্ট/আরজেড/১৪জুন, ২০২০)