যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ৭ পুলিশ কর্মকর্তার পদত্যাগ
দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে ওই রাজ্যের গোটা পুলিশ বিভাগ। এ অবস্থায় পদত্যাগ করেছেন রাজ্যের ৭ পুলিশ কর্মকর্তা। সূত্র-ভয়েস অব অমেরিকা
তবে ফ্লয়েডের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা তা এখনো পরিস্কার নয়। জানা যায়নি তাদের পদত্যাগের কারণও।
পুলিশ বিভাগ থেকে মিনিয়াপোলিস রেডিওতে পাঠানো এক বার্তায় বলা হয়, অজ্ঞাত কারনে তারা চাকরি ছেড়ে দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৫ মে মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশি নির্যাতনে নিহত হন জর্জ ফ্লয়েড। ওইদিন শহরের এক খাবারের দোকানের কর্মচারী ৯১১ নাম্বারে কল করে অভিযোগ করেন, এক ক্রেতা সিগারেট কেনার পর তাকে ২০ ডলারের জাল নোট দিয়েছে। ওই অভিযোগ পাওয়র পর ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয় সময় সন্ধ্যায়। এরপর পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন তাকে রাস্তায় ফেলে হাঁটুর নিচে চেপে ধরেন। এতে শ্বাস বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এ ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ বিক্ষোভ শুরু হয়, যা পরে বিশ্বের অন্যান্য বড় বড় শহরেও ছড়িয়ে পড়ে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫জুন, ২০২০)