দ্য রিপোর্ট প্রতিবেদক: চলমান জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেয়া সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনাভাইরাস পজিটিভ আসে। বর্তমানে সিএমএইচে জরুরি বিভাগে ভর্তি আছেন তিনি। বাজেট অধিবেশন শুরুর দিন ১০ জুন তিনি সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন।

মোকাব্বির খানের এপিএস জুবের খান বলেন, স্যার আগের চেয়ে অনেক সুস্থ। তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। ওনার শ্বাসকষ্ট কমেছে।

জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে সোমবার (১৫ জুন) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন মোকাব্বির খান। তিনি বেশ কয়েকদিন ধরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের এমপিদের জন্য বরাদ্দ ন্যাম ভবনের ফ্ল্যাটেই অবস্থান করছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬জুন, ২০২০)