দ্য রিপোর্ট প্রতিবেদক: কোন কোন এলাকা লক ডাউন হবে আজকের মধ্যেই বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হব বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।  আজ  ‘লক ডাউন’ এলাকা রাজাবাজার পরিদর্শনে গেলে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন, অবরুদ্ধ করার সার্বিক প্রস্তুতিগুলো প্রায় শেষ। সরকারের পক্ষ থেকে এলাকাভিত্তিক নির্দেশনা বা ঘোষণা আসবে।

করোনাভাইরাসের বিস্তার দুই মাসের বেশি সময় সারাদেশে ‘লকডাউন’ জারি রাখার পর ৩১ মে থেকে বেশিরভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার।

তবে এরপর প্রতিদিন সংক্রমণ বাড়তে থাকায় ভাইরাসের বিস্তার ঠেকাতে এলাকা ধরে ধরে সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয় সরকার।

তার ভিত্তিতে রাজধানীর পূর্ব রাজাবাজার পরীক্ষামূলকভাবে অবরুদ্ধ করা হয়েছে। লাল, হলুদ, সবুজ- এই তিন ধরনের এলাকায় কীভাবে কাজ চলবে, তা নিয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা দিয়েছে। সিটি করপোরেশন এলাকায় পুরো দায়িত্ব সিটি করপোরেশনের হাতেই দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭জুন, ২০২০)