দ্য রিপোর্ট ডেস্ক: সস্তা ও ব্যাপকভাবে সহজলভ্য ওষুধ ডেক্সামেথাসন করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীর জীবন বাঁচাতে পারে। মঙ্গলবার এমন তথ্য প্রকাশ করেছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। তদের ওই ঘোষণার পরই স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বললেন, এই ওষুধের প্রায় আড়াই লাখ ডোজ ব্রিটেনের সংগ্রহে রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাথমিক ফলাফল দেখে ডেক্সামেথাসনকে করোনার প্রথম কার্যকরী ওষুধের দাবি করে। ব্রিটেনের সংসদে হ্যানকক বলেছেন, ‘এই প্রথমবার বিশ্বের কেউ একটি ওষুধের কথা জানালো, যা গুরুতর অসুস্থ করোনা রোগীদের জীবন বাঁচাতে পারে।’

দেশে যথেষ্ট পরিমাণ ডেক্সামেথাসন মজুদ রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী, ‘আজ পর্যন্ত আমাদের মজুদে রয়েছে এই ওষুধের ২ লাখ ৪০ হাজার ডোজ। তার মানে করোনার চিকিৎসায় এটি আমাদের কাছে সহজলভ্য এবং এরই মধ্যে জাতীয় স্বাস্থ্য সেবায় ব্যবহার করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৮জুন, ২০২০)