করোনায় প্রাণ গেল এনাম মেডিকেলের চিকিৎসকের
দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনায় প্রাণ গেল আরও একজন চিকিৎসকের। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. রফিকুল হায়দার বুধবার রাতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে ডায়বেটোলজিস্ট ও অ্যান্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশন সামাজিক দূরত্ব বজায় রেখে ডা. রফিকুল হায়দারকে জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে ডা. রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন।
জানা গেছে, তিন দিন আগে শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান তিনি। পরে রিপোর্টে করোনাভাইরাসে পজিটিভ আসলে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডা. রফিকুল হায়দারের ভগ্নিপতি ওহেদুজ্জামান জানান, মিরপুরের পল্লবীতে একাই থাকতেন ডা. রফিকুল হায়দার। একমাত্র ছেলে প্রাজ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বসবাস করেন।
ডা. রফিকুল হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮জুন, ২০২০)