লক ডাউনে আক্রান্তর সংখ্যা বেড়েছে রাজাবাজারে
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ঢাকার পূর্ব রাজাবাজারে অবরুদ্ধ অবস্থা তৈরির পর নতুন ২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
তবে এই সময়ে নমুনা পরীক্ষাও বেড়েছে এলাকাটিতে। অন্য সব এলাকার বাসিন্দারা যখন হিমশিম খাচ্ছেন নমুনা পরীক্ষা করাতে, সেখানে এই ‘রেড জোনে’র বাসিন্দারা এলাকার মধ্যেই একটি বুথ পেয়েছেন।
গত ৯ জুন মধ্যরাতে পূর্ব রাজাবাজার যখন ‘লকডডাউন’ হয়েছিল, তখন এলাকাটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৩১ জন।
গত নয় দিনে আরও ২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এই এলাকায় বর্তমানে ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত। শুরুতে ছিল ৩১ জন অর্থাৎ এই কয়দিনে আরও ২৯ জন নতুন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২০ সুস্থ হয়েছে এবং একজন মারা গেছেন।
রাজাবাজারের নাজনীন স্কুলে নমুনা সংগ্রহের বুথ বসিয়েছে ব্র্যাক। স্থানীয়রা সেখানে গিয়ে অনেকেই নমুনা দিচ্ছেন।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুই মাস পুরো দেশ লকডাউনের পর এখন সংক্রমণ প্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো অবরুদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার।
পরীক্ষামূলকভাবে প্রথম লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার। এলাকাটিতে ৫০ হাজারের মতো মানুষের বসবাস; সেখানে ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮জুন, ২০২০)