দ্য রিপোর্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যাকে ঘিরে জটিলতা ক্রমশ বাড়ছে। এর পেছনে পেশাগত কারণ, না প্রেমঘটিত কারণ, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এই মুহূর্তে সবার নজর সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। এই বলিউড নায়িকার বয়ান তদন্তের স্বার্থে অত্যন্ত জরুরি বলে মনে করে মুম্বাই পুলিশ। গতকাল পুলিশ রিয়া চক্রবর্তীতে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

সেখানে রিয়া স্বীকার করে তাদের মধ্যে প্রেম ছিল, তারা লিভ ইন করছিল। এবং তাদের এই বছর বিয়ের প্ল্যানের কথাও স্বীকার করে। তারা একত্রে বাড়ি কেনার প্ল্যানও করেছিল। পুলিশ রিয়ার ফোন স্ক্যান করেছে। সেখানে তাদের মেসেজ, ছবি, ভিডিও সব চেক করা হবে।

রিয়া এটাও বলেছে সুশান্ত এর আত্মহত্যা এর আগে তারা ব্রেকআপ করে এবং তাদের মধ্যে বেশ বড় ধরণের ঝগড়া হয়। পুলিশের ধারণা সুশান্ত এর আত্মহত্যার পিছে এটাও কারণ হতে পারে। এদিকে পুলিশ ইয়াশ রাজের কাছে সুশান্ত এর সাথে তাদের চুক্তিপত্রের পেপার চেয়েছে।

এর আগে বুধবার সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু তথা পরিচালক মুকেশ ছাবড়াকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। প্রায় সাত ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে মুম্বাই পুলিশ সুশান্তের বাসা থেকে পাঁচটি ডায়েরি উদ্ধার করেছে। তাঁর এই ডায়েরি আত্মহত্যার জট খুলতে অনেকটা সাহায্য করবে বলে মনে করছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ ইতিমধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। সুশান্তের মৃত্যুর আগে ১০ দিন তাঁর সঙ্গে যাঁদের দেখা বা কথাবার্তা হয়েছে, তাঁদেরও জেরা করা হবে।

এদিকে কাস্টিং নির্দেশক তথা বন্ধু মুকেশ ছাবড়ার বয়ান পুলিশ রেকর্ড করেছে। এই সাত ঘণ্টার জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে এসেছে। মুকেশ জানিয়েছেন যে সুশান্ত দুর্দান্ত অভিনেতা ছিলেন। তবে ইন্ডাস্ট্রি সুশান্তকে কোনো কাজ দিচ্ছিল না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ উঠেছে, এ ব্যাপারে খোলাসা করে কিছু বলেননি তিনি। মুকেশ বলেছেন, ‘সুশান্ত অত্যন্ত বুদ্ধিমান অভিনেতা ছিল। ফোনে কথা বলতে ও খুব একটা পছন্দ করত না। সাধারণত আমি ফোন করতাম। অধিকাংশ সময় ও ফোন কেটে দিত।’ তিনি আরও বলেন, ‘প্লে-স্টেশনে গেম খেলতে সুশান্ত দারুণ পছন্দ করত। আর বই পড়তেও ও খুব ভালোবাসত। বিশেষ করে পদার্থবিজ্ঞানের পরিমাণসংক্রান্ত বই পড়তে সুশান্ত বেশি পছন্দ করত।’ ২৭ মে মুকেশের জন্মদিনের দিনে তাঁর সঙ্গে সুশান্তের কথা হয়েছিল। আর তাঁদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশ মুকেশের থেকে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র নথিপত্র চেয়ে পাঠিয়েছে। মুকেশ ছাবড়া এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন। তিনি সুশান্তের প্রথম ছবি ‘কাই পোছে’র কাস্টিং নির্দেশক ছিলেন। মুকেশ সুশান্তের অত্যন্ত কাছের বন্ধু। এই বলিউড সুপারস্টারের শেষকৃত্যে তিনি শামিল হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯জুন, ২০২০)