দ্য রিপোর্ট ডেস্ক: ব্রিটিশ চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা স্যার ইয়ান হোম মারা গেছেন। জনপ্রিয় ‘দ্য লর্ড অব দ্য রিংস’ চলচ্চিত্র সিরিজের চারটি ছবিতে ‘বিলবো ব্যাগিনস’ চরিত্রে অভিনয় করে সাড়া জাগান এই অভিনেতা। শুক্রবার ৮৮ বছর বয়সে তিনি মারা যান।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্যার ইয়ানের এজেন্ট এক বার্তায় ইয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি একটি হাসপাতালে মারা যান। পার্কিনসনস রোগে ভুগছিলেন বিলবো ব্যাগিনস।

১৯৩১ সালের ১২ সেপ্টেম্বর ব্রিটেনে জন্ম নেন এই অভিনেতা।

রিডলি স্কট ও উডি অ্যালেনের মতো তারকা নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন ইয়ান। অস্কারে মনোনীত হয়েছিলেন ‘চ্যারিয়টস অব ফায়ার’ ছবিতে একজন অ্যাথলেটিকস প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করে। পেয়েছিলেন বাফটা পুরস্কারও।

চলচ্চিত্র ছাড়াও মিনি সিরিজ ও মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেছেন ইয়ান হোম।

‘চ্যারিয়টস অব ফায়ার’, ‘অ্যালিয়েন’, ‘ব্রাজিল’, ‘অ্যানাদার ওম্যান’ এবং ‘দ্য লর্ড অব দ্য রিংস’ তার অভিনীত চারটি সিনেমা।

(দ্য রিপোর্ট/আরজেড/২০জুন, ২০২০)