এবার করোনায় আক্রান্ত নাজমুল অপু
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে করোনার থাবা। সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, মাশরাফি বিন মর্তুজার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন নাজমুল ইসলাম অপু।
এর আগে দুপুরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার করোনা টেস্ট পজিটিভ হয়েছে। এর আগে কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
গেল কয়েকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না অপুর। ফলে অনেকটা সন্দেহের বশেই গত বুধবার নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে পরীক্ষার জন্য নিজের নমুনা দিয়ে আসেন। তিন দিন বাদে আজ জানতে পারেন তার শরীরে করোনার উপস্থিতি আছে।
অপুর শারীরিক অবস্থা খুব একটা খারাপ নয়। জ্বর নেই তবে মাথাব্যথা, ঠান্ডা, শরীর ব্যথা ও কাশি আছে। বাংলাদেশ ক্রিকেটের এই স্পিনার জানান, 'রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরের অবস্থা ভালো তবে শরীরে ব্যথা, মাথা ব্যাথা, কাশি ও ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তবে জ্বর নেই। গত বুধবার নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে পরীক্ষা করিয়ে ছিলাম। বাসাতেই আইসোলেশনে আছি। আমার জন্য দোয়া করবেন।'
(দ্য রিপোর্ট/আরজেড/২০জুন, ২০২০)