সুশান্তের মৃত্যুতে দায়ী করা হচ্ছে, মুখ খুললেন সালমান
দ্য রিপোর্ট ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। স্বজনপোষনের অভিযোগ তুলেছেন অনেকেই। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সালমান খান। একাধিক অভিনেতার কেরিয়ার নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি তার নামে মামলাও করা হয়েছে।
সুশান্তের মৃত্যুর প্রায় এক সপ্তাহ পর সেই প্রসঙ্গে মুখ খুলেছেন সালমান খান। শনিবার একটি টুইট বার্তায় সালমান বলেছেন, 'আমার ভক্তদের কাছে অনুরোধ, সুশান্তের ভক্তদের পাশে থাকুন। ওদের কথায় কিছু মনে করবেন না, এসবের পিছনে থাকা ওদের আবেগের কথাটা ভাবুন। দয়া করে ওদের পরিবার ও ভক্তদের পাশে থাকুন। প্রিয়জনের চলে যাওয়া খুবই কষ্টের।'
সুশান্তের মৃত্যুতে বিহারের মুজফফরপুরের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাবড় তাবড় বলিউডি ব্যক্তিত্বের। ওই মামলায় নাম রয়েছে, সালমান খান, করণ জোহর, সঞ্জয় লীলা বানশালি, একতা কাপুরের।
আইনজীবী সুধীর কুমার ওঝা তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছেন। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুধীর কুমার জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত অসম্ভব মানসিক চাপে ছিলেন এই ব্যক্তিদের জন্যই।
সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে জিয়া খানের মা’ও মেয়ের মৃত্যুর জন্য সালমানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২১জুন, ২০২০)