মহামারির চেয়েও বড় সংকট বিশ্ব নেতৃত্বের অভাব: ডব্লিউএইচও
দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়েছে যে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বিশ্বের নেতৃত্বের অভাব রয়েছে।
সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসাস স্বাস্থ্য বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে বলেছেন, ‘সারা বিশ্বের এখন জাতীয় ঐক্য এবং বিশ্ব সংহতি খুবই প্রয়োজন। মহামারি নিয়ে রাজনীতির কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে।’
তিনি বলেন, ‘এখন আমরা সবচেয়ে বড় যে হুমকির মুখোমুখি সেটা এই ভাইরাস নয়, সেটা হচ্ছে বিশ্ব সংহতি ও বৈশ্বিক নেতৃত্বের অভাব।’
তিনি বলেছেন, ‘সব দেশকে সর্বজনীন স্বাস্থ্যসেবার বিষয়টিতে অগ্রাধিকার দিতে হবে। চরম মূল্য দিয়ে বিশ্ব শিখেছে যে, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক-অর্থনৈতিক উন্নতির ভিত্তি হলো শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা।’
সংস্থাটি বলছে, মহামারি বেড়েই চলেছে এবং এর অর্থনৈতিক প্রভাব আরো কয়েক দশক ধরে চলবে।
মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৩০৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৮৭ হাজার ২৫৯ জন। অপরদিকে ৪৯ লাখ ৩৭ হাজার ১৮১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুন, ২০২০)