দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় চলমান লকডাউন আরও সাতদিন চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের পর আরও সাত দিন বাড়ানো হলো বলে জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) পূর্বররাজাবাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, গৃহস্থালী বর্জ্যের সঙ্গে যত্রতত্র না ফেলে সুরক্ষা সামগ্রীর বর্জ্য পৃথক ব্যাগে রাখবেন। এসব বর্জ্য সপ্তাহে ২ দিন সংগ্রহ করা হবে। সুরক্ষা সামগ্রীর বর্জ্য সংগ্রহে তিন লাখ ব্যাগ আজকে (২৩ জুন) থেকে সরবরাহ শুরু হবে।

আগামী ৭ জুলাই থেকে গৃহস্থালী বর্জ্যের সঙ্গে মাস্ক, গ্লাভস, পিপিই পাওয়া গেলে সিটি করপোরেশন সেসব বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবে না।

গত ৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার এলাকাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুন, ২০২০)