অশ্লীলতার দায়ে সরিয়ে ফেলা হলো বিতর্কিত দুই ওয়েব সিরিজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ওয়েব প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করতে কোনো সেন্সর প্রয়োজন হয় না। যে কারণে ইদানিং ওয়েব সিরিজের নামে অশ্লীল কনটেন্ট তৈরি করে প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি তিনটি ওয়েব সিরিজ প্রকাশের পর বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠে।
বিঞ্জ নামে নতুন দেশীয় অ্যাপের প্রযোজনায় নির্মিত এ ওয়েব সিরিজ তিনটি হলো—ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’।
তুমুল বিতর্কের পর ‘বুমেরাং’ ও ‘সদরঘাটের টাইগার’ নামের দুটি ওয়েব সিরিজ সরিয়ে নেওয়া হয়। এছাড়া ‘আগস্ট ১৪’-এর কিছু আপত্তিকর দৃশ্য কর্তনের পরে ‘বিঞ্জ’-এ রাখা হয়।
প্রতিষ্ঠানটির বিপণন প্রধান নূর ই তাজরিয়ান খান বলেন, সবার প্রতিক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে দুটো সিরিজ তুলে নিয়েছি অ্যাপ থেকে। আর ‘আগষ্ট ১৪’-তেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুন, ২০২০)