দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার করোনা টেস্ট পজিটিভ হওয়ার পঞ্চম দিনে স্থিতিশীল আছেন। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি আরো বলেন, ‘বাসাতেই আছি। প্রথমদিন থেকে বুকে সামান্য চাপ ছিল। সেটা এখনো আছে। অন্য কোনো সমস্যা নেই।’

এদিকে করোনা রিপোর্ট পজিটিভ আসা ছোট ভাই মোরসালিনের শারীরিক অবস্থাও ভালো বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘জটিল কোনো উপসর্গ নেই। বাসাতেই আছে।’

এর আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের শাশুড়ি ও তার স্ত্রী সুমনা হকের এক ভাগনি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। আক্রান্ত হয়েছে অন্য কোনোভাবে।

করোনার প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। তবে সেটিও বেশ আগে। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। তার পর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। বাইরে খুব-একটা যাননি। তার পরও রক্ষা পাননি আক্রান্ত হওয়া থেকে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫জুন, ২০২০)