দ্য রিপোর্ট প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমোদন দেয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারিগরি কমিটি ওই অ্যান্টিবডি টেস্ট কিটের সফলতার বিষয়ে নিশ্চয়তা দিয়ে সুপারিশ করলেও ওষুধ প্রশাসন অধিদপ্তর এর নিবন্ধন দেয়নি। তারা বলছে, গনস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের সেনসিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে নিচে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র এ কথা জানায়। এতে বলা হয়,ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশের এই জরুরি অবস্থায় বিএসএমএমইউ কারিগরি কমিটির সুপারিশ গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শিগগিরই জানানো হবে বলেও জানায় তারা।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে বিএসএমএমইউ এর দেয়া প্রতিবেদনে বলা হয়, গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয়। তবে অ্যান্টিবডি টেস্টে ৭০ শতাংশ কার্যকর ফল দিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬জুন, ২০২০)