শেষ হয়ে গেলো রেহেনার ক্যামেরা যুদ্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যান্সারের কাছে হেরে গেলেন ফটোগ্রাফার রেহেনা আক্তার। দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটোগ্রাফার সোমবার (২৯ জুন) বিকেল সোয়া ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রেহেনা আক্তারের ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সদস্য রেহেনা আক্তার দীর্ঘদিন ধরে অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন। মার্চ মাসে সোহরাওয়ার্দী হাসপাতালে রেহেনার একটা অপারেশন হয়। অপারেশনের পর করোনার কারণে হাসপাতালে বেশিদিন রাখা হয়নি। এরপর বাসায় থেকে কেমোথেরাপি দেওয়া হত। কয়েকদিন ধরে অক্সিজেনের সমস্যায় ভুগছিলেন। বাড়িতে অক্সিজেন দিয়ে রাখা হত। মৃত্যুকালে রেহেনা আক্তার দুই কন্যা, স্বামী ও আত্মীয় বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
(দ্য রিপোর্ট / টিআইএম/২৯ জুন,২০২০)