জঙ্গিবাদ দমনে সফল, তবে আত্মতুষ্টিতে ভুগছি না: র্যাব ডিজি
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে বলে উল্লেখ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতা ধরে রাখতে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।
বুধবার (১ জুলাই) সকালে গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ মামুন বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্ব এ সমস্যার মোকাবিলা করছে। বাংলাদেশ তেমনি করছে। তবে এদেশে জোরালো অভিযানের ফলে জঙ্গিরা পিছুটান নিয়েছে। তারা নিয়ন্ত্রণে রয়েছে। তাই বলে তারা বসে নেই, সুযোগ খুঁজছে।
সাংবাদিকদের প্রশ্নে র্যাব প্রধান বলেন, হলি আর্টিজানে হামলার আগে ও পরে জঙ্গিবাদ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে অনেক জঙ্গি গ্রেপ্তার এবং মারা গেছে। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ কারণে তাদের আর আগের মতো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। আমরা সার্বক্ষণিক কাজ করছি।
২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজানে হামলা করে জঙ্গিরা। সেখানে অবস্থানরত দেশি-বিদেশি ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে হত্যা করা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ জুলাই, ২০২০)