দ্য রিপোর্ট ডেস্ক: গত ১৩ জুন করোনা ভাইরাস পরীক্ষার পর পজিটিভ ধরা পড়েছিল শহীদ আফ্রিদির। এরপর থেকে আইসোলেশনে ছিলেন। সেরে উঠলেও ফলাফল পজিটিভ আসেনি। অবশেষে আজ আরেকবার নিজের ও পরিবারের সবার পরীক্ষা করিয়ে করোনা ভাইরাস নেগেটিভ পেয়েছেন শহীদ আফ্রিদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আফ্রিদি নিশ্চিত করেছেন, নিজের, স্ত্রীর ও দুই মেয়ে আনশা ও আকরার পরীক্ষা করানোর পর আজ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। অন্য দুই মেয়ে অবশ্য করোনায় আক্রান্ত হননি। করোনা ভাইরাসের আগে পাকিস্তানে আর্তমানবতার সেবায় কাজ করছিলেন আফ্রিদি, যুক্ত ছিলেন ত্রাণকার্যে।

সম্প্রতি ইংল্যান্ড সফরের প্রাথমিক দলে থাকা পাকিস্তানের ১০ ক্রিকেটারের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এর মধ্যে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইনের দ্বিতীয় দফা পরীক্ষায় ফল নেগেটিভ আসে।

এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ। সাবেক বাঁহাতি ব্যাটসম্যান তৌফিক উমর আক্রান্ত হয়ে পরে সুস্থ হয়ে ওঠেন।

করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল অপুও।

(দ্য রিপোর্ট/আরজেড/০২জুলাই, ২০২০)