দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ১৪ জুলাই বগুড়া-১ এবং যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। শনিবার (৪ জুলাই) বিকেলে কমিশন সভায় এই দুই আসনে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়।

সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ এ দুই আসনে ভোট হওয়ার ছিল। করোনার কারণে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪জুলাই, ২০২০)