বান্দরবানে সন্ত্রাসী দু’দলের গোলাগুলি, নিহত ৬
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে।
বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এসময় জেএসএস এমএন লারমা গ্রুপের৬ সদস্য নিহত হন।
জেলার ৬নং নোয়াপতং ইউনিয়নের সদস্য মিচি মার্মা বলেন, আমরা ঘটনাস্থলে৬ জনের লাশ দেখেছি। গুলিবিদ্ধ ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।
বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, দুই গ্রুপের সংঘর্ষে সম্ভবত ৪ জন মারা গেছেন। এখনও কনফার্ম করতেন পারছি না মোট কতজন নিহত হয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুলাই, ২০২০)