‘দোয়া করিস বন্ধু, কষ্টটা যেন কম হয়’
দ্য রিপোর্ট ডেস্ক: অসংখ্য ভক্তকে কাঁদিয়ে আজ সোমবার ৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তাঁর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে দেশের সংস্কৃতি অঙ্গন। সাধারণ মানুষের পাশাপাশি শোক প্রকাশ করছেন এন্ড্রু কিশোরের সহকর্মী, সতীর্থ, বন্ধুরা। শোক প্রকাশ করেছেন `ইত্যাদি` খ্যাত বিখ্যাত উপস্থাপক হানিফ সংকেত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, `এন্ড্রু কিশোর আর নেই`, প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদটি নিজের হাতে এত তাড়াতাড়ি লিখতে হবে কখনো কল্পনাও করিনি। এই মুহূর্তে কানে বাজছে রাজশাহী থেকে বলা কিশোরের শেষ কথাগুলো, `দোয়া করিস বন্ধু, কষ্টটা যেনো কম হয়, আর হয়তো কথা বলতে পারব না`।
এর পরই খুব দ্রুত শরীর খারাপ হতে থাকে কিশোরের। আর আমারও যোগাযোগ বেড়ে যায় রাজশাহীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে। অবশেষে সবাইকে কাঁদিয়ে আজ সন্ধ্যায় এই পৃথিবী থেকে বিদায় নেয় এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য, যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতিই ছিলো বেশি। যার মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। অনেক কষ্ট পেয়েছি বন্ধু, এতো তাড়াতাড়ি চলে যাবি ভাবিনি-কিশোরের আত্মার শান্তি কামনা করছি।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুলাই, ২০২০)