সৈয়দ আশরাফের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে মন্ত্রী নির্দেশ দিয়েছেন।
সৈয়দ আশরাফের কবর পাকা করে স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়ে তার নির্দেশের কথা জানিয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নাজনীন ওয়ারেস বুধবার সিটি করপোরেশনকে চিঠি দিয়েছেন।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি দলের নেতৃত্বাধীন সরকারে জনপ্রশাসন ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
৬৭ বছর বয়সী আশরাফ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। ৬ জানুয়ারি তাকে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন করা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮জুলাই, ২০২০)