টাঙ্গাইলের এমপি আতাউরকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: গুরুতর অসুস্থ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
আতাউর রহমান খানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।
জানা গেছে, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পিড়াসহ নানা জটিলতায় ভুগছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টার করে রাত পৌনে আটটার দিকে তাকে ঢাকায় আনা হয়।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।
(দ্য রিপোর্ট/আরজেড/১১জুলাই, ২০২০)