আজ সমাধিস্থ হবেন এন্ড্রু কিশোর
দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ৬ জুলাই বাংলা গানের সমস্ত শ্রোতাকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তবে তাকে সমাধিস্থ করা হয়নি। অপেক্ষা সন্তানদের ফেরার। এর মধ্যে ছেলে সপ্তক ফিরেছেন গেল বৃহস্পতিবার এবং মেয়ে সঙ্গা ফিরেছেন সোমবার।
তাই আর দেরি নয়। বুধবারই এন্ড্রু কিশোরের মরদেহ সমাধিস্থ করা হবে। জানা গেছে, ১৫ জুলাই, বুধবার সকাল ১০টায় রাজশাহী শহরের স্থানীয় চার্চে নেওয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ। এরপর তাকে নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানেই বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হবে তাকে।
এদিকে এন্ড্রু কিশোরের মরদেহ শেষ শ্রদ্ধার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়ার কথা ছিল। তবে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫জুলাই, ২০২০)