ঈদে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে রেল
![](https://bangla.thereport24.com/article_images/2020/07/15/ws.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে ঈদুল আজহায় ট্রেন চলাচলের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী রেলওয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। বুধবার (১৫ জুলাই) রেল সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় ট্রেন চলাচলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সময় মতো সে সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেয়া হবে।
বুধবার করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় মোট ৯ দিন বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫জুলাই, ২০২০)