হাসপাতালে ঐশ্বরিয়া ও তার মেয়ে
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
সম্প্রতি করোনায় আক্রান্ত হন তারা। এরপর বাড়িতে আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ জ্বর ও গলা ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঐশ্বরিয়া ও তার মেয়ের অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবে তাদের চিকিৎসার প্রয়োজন।
শুক্রবার (১৭ জুলাই) বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকে দুটি আলাদা অ্যাম্বুলেন্সে তাদের মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি আছেন তারা। এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন অমিতাভ ও অভিষেক বচ্চন।
এর আগে গত শনিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অমিতাভ বচ্চন। এরপর তার ছেলে অভিষেক বচ্চন জানান, তিনিও কোভিড-১৯ পজিটিভ। পরবর্তী সময়ে বচ্চন পরিবারের অন্য সদস্য ও স্টাফদের কোভিড-১৯ টেস্ট করা হয়। এতে ঐশ্বরিয়া ও আরাধ্যের ফল পজিটিভ আসে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮জুলাই, ২০২০)