দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানী জুড়ে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। সোমবার (২০শে জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারীবর্ষণের শতর্কবানী আগে থেকেই ছিল আজ সকাল ১০টা পর্যন্ত তা বলবৎ থাকবে।

বৃষ্টির পানি জমে নগরী ও আশপাশের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। অলিগলিসহ প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ব্যাহত হচ্ছে যান চলাচল।

মুসলধারে এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা । রাজধানীর কারওয়ানবাজার, গ্রিনরোড, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী , রামপুরা, বাড্ডা, শান্তিনগর, মালিবাগ এলাকায় জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছে মানুষ।

এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ- অনেক জায়গায় স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে এসব রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় সময় দুর্ঘটনাও ঘটছে।

বৃষ্টির কারণে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। যারা রিকশা-অটোরিকশা ব্যবহার করেছেন, তাদের দুই থেকে তিন গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ফুটপাতে দোকানপাটও বন্ধ রয়েছে।

চরম ভোগান্তির মধ্যে পড়েছে অফিসগামী এবং শ্রমজীবী মানুষ। অনেককেই বৃষ্টির মধ্যে ভিজে অফিসে যেতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০জুলাই, ২০২০)