দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহায় পোশাক শ্রমিকসহ নগরবাসীকে ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২১ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

রেলমন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষে এবার রেলের কোনো বাড়তি আয়োজন থাকছে না। বাড়তি কোনো রেলও সংযোজন করা হবে না। করোনা সংক্রমণ পরিস্থিতিতে বর্তমানে সীমিত পরিসরে চলাচল করা সমান সংখ্যক ট্রেন ঈদেও চলাচল করবে।’
তিনি আরও বলেন, ‘এই সংক্রমণ পরিস্থিতিতে যতদূর সম্ভব বাইরে বের হওয়া ও ভ্রমণ এড়িয়ে চলা উচিত। এমনকি গার্মেন্টস খাতের বিপুলসংখ্যক কর্মীদেরও এবার ঈদে ঢাকা ছাড়া ঠিক হবে না।’

মন্ত্রী বলেন, ‘যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন। এই দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রামেগঞ্জে এ ভাইরাস ছড়িয়ে না দেই।’

অনুষ্ঠানে রেল মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুলাই, ২০২০)