টুইট যুদ্ধে নায়িকারা
দ্য রিপোর্ট ডেস্ক: তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বলিউড তারকারা। বিশেষ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেদের মত প্রকাশ করেন তারা। তবে এবার অভিনেত্রী কঙ্গনা রাণৌতের সঙ্গে টুইট যুদ্ধে তাপসী পান্নু ও স্বারা ভাস্কর।
সহকর্মীদের নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করে প্রায়ই আলোচনায় থাকেন কঙ্গনা রাণৌত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী ও স্বারা ভাস্করকে ‘বি-গ্রেড’ ও ‘অভাবী বহিরাগত’ অভিনেত্রী বলে উল্লেখ করেন।
এক টুইটে এর উত্তর দিয়েছেন তাপসী। তবে তিনি কোনো নাম উল্লেখ করেননি। এই অভিনেত্রী লেখেন, ‘কেউ একজন ইন্ডাস্ট্রিতে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। হ্যাঁ, বংশ পরিক্রমায় যারা এসেছেন এবং বহিরাগতদের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমরা পরস্পরের সঙ্গে লড়াই করব না। বরং, নাম ধরে কাদা ছোড়াছুড়ি না করে কীভাবে একসঙ্গে টিকে থাকা যায় সেই বিষয়ে লড়াই করব।’
এদিকে তাপসীর এই টুইটটি শেয়ার করে করে চিত্রনাট্যকার কণিকা ঢিলন টুইটারে লিখেছেন, “ভুলে যাবেন না, সম্প্রতি একটি প্রতিবেদনে আমি বলেছি, ‘তার শেষ পাঁচ সিনেমা বক্স অফিসে ৩৫২ কোটি রুপি আয় করেছে’— এই পরিসংখ্যান বলে দেয়, গত বছর হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করা ও সফল অভিনেত্রী তাপসী।”
পরবর্তী সময়ে কণিকা ঢিলনের এই টুইটের জবাবে কঙ্গনার টিমের পক্ষ থেকে লেখা হয়, “মিশন মঙ্গল’ অথবা ‘বদলা’ পুরুষকেন্দ্রিক সিনেমা। কণিকা ঢিলন, তাপসী তার সারা জীবনে কোনো একক হিট সিনেমা উপহার দিতে পারেননি এবং বাকিরা সুশান্ত সিং রাজপুতের হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করছে। সুশান্ত স্বজনপ্রীতি ও হয়রানির অভিযোগ করেছিলেন। আপনাদের লজ্জা হওয়া উচিত, কারণ আপনারা তার পাশে না দাঁড়িয়ে এখন হত্যাকারীদের পাশে দাঁড়াচ্ছেন।’
অভিনেত্রী স্বারা ভাস্করও টুইটারে কঙ্গনার বক্তব্যের জবাব দিয়েছেন, ‘এই বিষয়টি মেনে নিচ্ছি। আমি অভাবী। আমি চাই জনসম্মুখে পরস্পরের প্রতি সম্মান দেখানো হোক। বিচারবুদ্ধি সম্পন্ন যৌক্তিক তর্ক চাই। আইনের শাসন এবং সত্যতা চাই। আপনি কি চান?’
স্বারার এই টুইটের পর কঙ্গনার টিমের পক্ষ থেকে এক টুইট করা হয়। এতে লেখা হয়েছে, ‘কঙ্গনা তার সাক্ষাৎকারেই অনুমান করেছিলেন, লোভী, অভাবী শকুনের দল তাদের উদারতার ট্যাগ নিয়ে হাজির হবে। স্ট্রাগল করা বি গ্রেড ব্যর্থ অভিনেত্রী, যাদের লক্ষ্য সামর্থ্যের বাইরে, তারা সেই নারীকে আক্রমণ করবে যে মাফিদের বিরুদ্ধে কথা বলে।’
এদিকে তাপসীর টুইটের উত্তর দিয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কঙ্গনার সাক্ষাৎকারের স্ক্রিনশট প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তাপসী পান্নু আপনাকে নিয়ে গর্বিত। আপনি যে মার্জিত, পরিণত ও সততার সাথে উত্তর দিয়েছেন আপনাকে সম্মান জানাই এবং আমি নিশ্চিত অন্যরাও তাই করবেন। আপনি আরো শক্তিশালী হয়ে উঠুন।’
এর আগে কঙ্গনা তার সাক্ষাৎকারে বলেন, “আমার শুধু এখানে হারতেই হবে, কারণ ভবিষ্যতে মুভি মাফিয়ারা তাপসী পান্নু ও স্বারা ভাস্করের মতো আরো ২০ জন বহিরাগত পেয়ে যাবেন। তারা বলবে, ‘শুধু কঙ্গনারই করন জোহরের সঙ্গে সমস্যা, আমরা তো করনকে পছন্দ করি।’ আপনারা যদি করন জোহরকে পছন্দই করেন তাহলে দুজনই বি গ্রেড অভিনেত্রী কেন? আপনারা তো আলিয়া ভাট ও অনন্যা পান্ডের চেয়ে দেখতে সুন্দর, দুজনই ভালো অভিনেত্রী, তবুও কেন কাজ পান না? আপনাদের উপস্থিতিই স্বজনপ্রীতির প্রমাণ দেয়। আপনারা কি বলতে চাইছেন এই ইন্ডাস্ট্রিতে খুশি আছেন?”
(দ্য রিপোর্ট/আরজেড/২১জুলাই, ২০২০)