দ্য রিপোর্ট প্রতিবেদক: শিল্পী আহমেদ নূর ‍ও এইচবিকে হ্যাপি কন্ঠে আহম্মেদ নুরের কথায় অভি আকাশের সুরে এবং স্বনামধন্য কম্পোজার মুশফিক লিটুর সঙ্গীত আয়োজনে সুপার রোমান্টিক গান “ প্রেমেরে খেয়ায় ভেষেছি“। গানটির সমস্ত প্রস্তুতি ইতিমধ্য সম্পণ্য হয়েছে। বিভিন্ন লোকেশনে ঘুরে শেষ হয়েছে শুটিংয়ের কাজ।

যেখানে মডেল হিসাবে কাজ করেছেন অপূর্ব শেখ ও সাইমা রুশা। সবশেষে বকুল আহম্মেদের হাতের পরশে শেষ হয়েছে এডিটিংয়ের কাজও। সব মিলে সবার চেষ্টা আর আন্তরিকতায় কাজটা খুব ভালো ভাবে সম্পণ্য হয়েছে বলে জানালেন গানটির পরিচালক এ আর রাজ। তিনি আশা করছেন গানটি খুবই রোমান্টিক একটি গান প্রেম পিপাসুদের মন কেড়ে নিতে স্ষম হবে গানটি। আগামী সপ্তাহে ঈদ উপলক্ষে ইউটিউব চ্যানেল “Media Voice” এর ব্যানারে প্রকাশ করা হবে বলে জানা যায়।

প্রবল ইচ্ছা নিয়ে প্রবাসী শিল্পী নুর কাজটি স্বযন্তে করতে চেষ্টা করেছে। সাথে হ্যাপি। সাইমা রুশা এবং অপূর্ব শেখের মিষ্টি রসায়নে চমৎকার ভাবে গানটির পরিপূণ্যতা পেয়েছে। সংশ্লিষ্ট সকলেই আশা করেন গানটি দর্শকদের গানটি ভালো লাগবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২জুলাই, ২০২০)