বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল প্লাটফরমের মাধ্যমে গণভবন থেকে এ অন্যতম বৃহৎ প্রকল্পের উদ্বোধন করবেন। এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমেই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নে অত্যাধুনিকভাবে নির্মিত ২০টি বহুতল ভবন উপকারভোগীদের মাঝে বিতরণের কাজ শুরু হবে।
পর্যটন শহর কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য এই আশ্রয়ণ প্রকল্প নেওয়া হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এর মধ্যে আশ্রয়ণ প্রকল্পের অনুষ্ঠানস্থলে সাজসজ্জাসহ বিভিন্ন প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি নির্মিত ২০টি ভবনেই পানি ও বিদ্যুতের লাইন সংযোগসহ প্রস্তুত করা হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থাও।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২০)