বংশালে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ৩
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুরান ঢাকার বংশালে গ্যাস থেকে সৃষ্ট আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
লিমা খানম বলেন, ‘সকাল সোয়া ৮টায় বংশালের কসাইটুলির একটি বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। দগ্ধ তিনজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২০)