স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখায় নতুন পরিচালক

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক হলেন ডা. ফরিদ হোসেন মিয়া। আগের পরিচালক ডা. আমিনুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত (ওএসডি) করা হয়েছে। রিজেন্ট-জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিজ থেকে সেরে গেলেও সরিয়ে দেয়া হয়েছে হাসপাতাল পরিচালককে।
মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল- এমবিডিসি এর উপপরিচালক ছিলেন ডা. ফরিদ হোসেন মিয়া। তার আগে, মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন তিনি।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেয়া হয়েছিলো। নতুন করে মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। আজ সরানো হলো অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলামকে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ সব সময় ছিল। করোনা মহামারির সময় এসব অভিযোগ আরও বড় আকারে দেখা দেয়। স্পষ্ট হয়ে ওঠে অধিদপ্তরের অদক্ষতা, ব্যর্থতা। জেকেজি ও রিজেন্টের দুর্নীতিতে মানুষ হতবাক হয়। কিছু মানুষ মনে করে, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত না থাকলে এই মাত্রার দুর্নীতি করা সম্ভব না। কিছু মানুষ মনে করে, দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা দায় এড়াতে পারেন না।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২০)