দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদে যাত্রী পরিবহনে ১ হাজার ২২০টি বাস প্রস্তুত রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এগুলোর মধ্যে ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করবে ৮১৫টি এবং ঢাকার বাইরে বিভিন্ন ডিপো থেকে চলাচল করবে ৪০৫টি বাস।

শনিবার (২৫ জুলাই) বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন ওবায়দুল কাদের। এ সময় পরিবহন সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান এহসান এলাহীসহ ঊর্ধ্বতন কমর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫জুলাই, ২০২০)